গার্মেন্টস শিল্পের বেসিক প্রশ্ন।
৩২ থেকে ৫০
প্রশ্ন – ৩২. ব্লক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন কাকে বলে?
উত্তরঃ ব্লক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন বলতে মূল প্যাটার্নকে বুঝায়, যা একটি নির্দিষ্ট শারীরিক গঠনের সাথে মানানসই।
প্রশ্ন – ৩৩. নমুনা পোশাক বলতে কি বুঝ?
উত্তরঃ প্রতিটি স্টাইলের উৎপাদনের পূর্বে উক্ত স্টাইলের একটি নমুনা তৈরি করা হয়, যাকে নমুনা পোশাক বলে।
প্রশ্ন – ৩৪. অনুমোদিত বা অ্যাপ্রুভাল নমুনা কি?
উত্তরঃ ক্রেতার প্রদত্ত প্রাথমিক পর্যায়ে যে নমুনা তৈরি করা হয় তাকে অনুমোদিত বা অ্যাপ্রুভাল নমুনা বলে।
প্রশ্ন – ৩৫. প্রোডাকশন স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ উৎপাদন চলাকালীন অবস্থায় ক্রেতা কিছু উৎপাদিত দ্রব্য (পোশাক) সংগ্রহ করে থাকেন। যা থেকে তিনি বুঝতে চেষ্টা করেন তার অর্ডার দেওয়া মালামালের গুণগত মাণ ঠিক আছে কি না।
প্রশ্ন – ৩৬. ফ্যাশন শো স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ যে স্যাম্পল নিয়ে ক্রেতা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ফ্যাশন শো করে থাকেন তাকে ফ্যাশন শো স্যাম্পল বলে।
প্রশ্ন – ৩৭. কাপড় বিছানোর সংজ্ঞা দাও।
উত্তরঃ একাধিক পোশাকের কাপড় একবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় সাজানোর প্রক্রিয়াকে কাপড় বিছানো বলে।
প্রশ্ন – ৩৮. নিটেড কাপড় বিছানোর কত ঘন্টা পর কাটা হয়?
উত্তরঃ ১২ থেকে ২৪ ঘন্টা পর।
প্রশ্ন – ৩৯. কাপড়ের লে তৈরি করা হয় কেন?
উত্তরঃ কাপড় বাচানোর জন্য ও পোশাক প্রতি কাপড় কাটার সময় বাচানোর জন্য।
প্রশ্ন – ৪০. সোজা লে বলতে কি বুঝায়?
উত্তরঃ একই প্রকার লে এর মধ্যে কাপড়ের প্রতিটি প্লাই মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী পূর্ণ দৈর্ঘ্যে বিছানো হয়।
প্রশ্ন – ৪১. ওয়ান পিস বেন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস বেন্ডেড কলার বলে।
প্রশ্ন – ৪২. স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলাত বিছানো থাকে, তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে।
প্রশ্ন – ৪৩. সেলাই সুতার সাইজ বা কাউন্টকে কি বলে?
উত্তরঃ টিকিট নাম্বার।
প্রশ্ন – ৪৪. সেলাই সুতার মধ্যে কি ধরনের ফিনিশিং মেটারিয়ালস ব্যবহার করা হয়?
উত্তরঃ লুব্রিক্যান্ট।
প্রশ্ন – ৪৫. সুতার মেট্রিক নাম্বার ৮০/২ হলে, টিকিট নাম্বার কত?
উত্তরঃ ১২০।
প্রশ্ন – ৪৬. ফেব্রিক লে বলতে কি বুঝ?
উত্তরঃ কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকার ধারণ করে তাকে ফেব্রিক লে বলে।
প্রশ্ন – ৪৭. কাপড়ের লে তৈরির মৌলিক লে শর্ত কয়টি?
উত্তরঃ ৩ টি।
প্রশ্ন – ৪৮. কাপড়ের মোড়ক বলতে কি বুঝ?
উত্তরঃ খোলা অবস্থায় কাপড়কে স্তরে স্তরে সাজানোকে কাপড়ের মোড়ক বলে।
প্রশ্ন – ৪৯. প্লাই বলতে কি বুঝ?
উত্তরঃ ফেব্রিক লে এর মধ্যে একটি কাপড়কে প্লাই বলে।
প্রশ্ন – ৫০. স্প্লাইসের অপর নাম কি?
উত্তরঃ ওভারল্যাপিং।
my all CAD learning content,
Follow my YouTube channel


No comments