Header Ads

ক্যাড শিখে 30 থেকে 40 হাজার এবং 60 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারেন,

CAD means computer added Design,
30 থেকে 40 হাজার টাকা কিভাবে পাবেন,
কম্পিউটারের ডিজাইনের মধ্যে রয়েছেন প্যাটার্ন ডিজাইন এবং মার্কার,
যদি আপনি মার্কার এর কাজ শিখতে পারেন তাহলে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করতে পারেন
অপরদিকে যদি আপনি একজন প্যাটার্ন মাস্টার এবং
প্যাটার্ন মেকার হয়ে থাকেন তাহলে মাসে 60 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারেন।
এখন কথা হল এই কাজগুলো আপনারা কিভাবে শিখবেন,
অনেকেই আছে যারা টেক্সটাইল থেকে লেখাপড়া করেন তারা ক্যাড সম্পর্কে কিছুটা ধারনা জানতে পারে,
তবে মূল কথা হল যদি আপনি দ্রুত ভাবে কাজ শিখতে চান,
তাহলে গার্মেন্টস সেক্টরে যদি আপনার চাকরি নেন তাহলে আপনি অনেক দ্রুত ভাবে এবং প্র্যাকটিক্যালে
কাজ শিখতে পারেনি,
তবে এতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে,
আর অপরদিকে অনেক ইউটিউবাররা ক্যাড এর ভিডিও গুলো তৈরি করে নতুনদের জন্য তারা ইউটিউবে পোস্ট করে থাকেন,
তাই আমি সাজু আপনাদের সকলের জন্য, ক্যাডের মার্কার এবং প্যাটার্ন নিয়ে কিছু কাজ করার চেষ্টা করতেছি,
যাতে আপনারা বিনা টাকায় কিছু শিখতে পারেন,
তাই যুক্ত হতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুক পেজে ,
আশাকরি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে
https://www.youtube.com/@Gerber-CAD-software




No comments

Powered by Blogger.