গার্মেন্টস ক্যাড সেকশনে কি ধরনের কাজ করা হয়।
ক্যাড সেকশনে প্রথমে সহকারী প্যাটার্ন মাস্টার হিসেবে কাজ করে দক্ষতার পরিচয় দিলে ডিজাইনিং বিভাগের প্রধান হওয়া সম্ভব। ক্যারিয়ারের একদম শুরুতে বড় ধরনের কারখানায় কাজের সুযোগ কম থাকলেও, দক্ষ হলে ,এবং অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তীতে বড় ধরনের পোশাক তৈরি কারখানায় কাজের সুযোগ পাওয়া সম্ভব।
একজন ক্যাড ডিজাইনারের ক্যারিয়ার নির্ভর করে তার কাজের দক্ষতা ও সৃজনশীলতার ওপর। কাজ ভালো হলে অবশ্যই ক্লায়েন্ট বাড়তে থাকবে।
সাধারণত ক্যাড এর পদবী কি কি থাকে।
ম্যানেজার, প্যাটার্ন মাস্টার বা প্যাটার্ন মেকার, মার্কার মেকিং, টেকনিশিয়ান।
ম্যানেজার এর দায়িত্ব কি কি?
If you are a Manager.....?
আপনি যদি একজন ব্যবস্থাপক হোন.......
Manage yourself ....
নিজেকে নিয়ন্ত্রন করুন......
Manage your Work...
আপনার কাজকে নিয়ন্ত্রন করুন......
Manage your People...
আপনার লোকজনকে নিয়ন্ত্রন করুন.....
Manage your Situation...
আপনার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন.....
Manage your Relationship...
আপনার সম্পর্ককে নিয়ন্ত্রন করুন.....
প্যাটার্ন মাস্টার এর কাজ কি?
একজন গার্মেন্টস ক্যাড প্যাটার্ন মেকার, বায়ারের চাহিদা অনুযায়ী কম্পিউটার এইডেড ডিজাইনিং এর মাধ্যমে উৎপাদনের লক্ষ্যে পোশাকের ডিজাইন করে থাকেন। আর পোশাকের ডিজাইনগুলোকেই বলা হয় প্যাটার্ন। পরবর্তীতে এই খন্ড খন্ড পাঠান গুলি মার্কারে ইনপুট করা হয়। প্যাটার্ন গুলি মার্কার এ ইনপুট করা হয়ে গেলে। একজন মার্কার ম্যান তার সর্বোচ্চ দক্ষতা অনুযায়ী সকল প্যাটার্নসূমহ এমনভাবে অঙ্কন করে। যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে, নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয়।
একটি মার্কার তৈরি হয়ে যাওয়ার পরে, কনজাংশন বের করে তা মার্চেন্টোজারের হাতে হস্তান্তর করা হয়। মার্চেন্ডাইজার buyer এর কাছ থেকে কনজাংশন দেখিয়ে যতটুক সম্ভব অর্ডার ফ্যাক্টরিতে নিয়ে আসে।
অর্ডার আনার পরে সর্বপ্রথম একজন প্যাটার্ন মাস্টার প্যাটার্নটাকে আবার মডিফাই করে , production এর জন্য উপযুক্ত করে তোলেন। নতুন কোন স্টাইল আসলে, ক্যাড ম্যানেজার সবারই ডেখে সেই কাজের বিষয়ে কিছু কথা বলেন, যাতে কাজগুলো কখনোই ভুল না হয়।
কোন স্টাইল প্রোডাকশনে যাওয়ার আগে , সর্বপ্রথম সাইট সেট কাটা হয়, তারপরে Sizd set গার্মেন্টস বের হলে , একজন কোয়ালিটি সেই গার্মেন্টসটিকে মেজারমেন্ট করে, যদি আবার কারেকশনের প্রয়োজন হয়, তাহলে একে রিপোর্ট তৈরি করে, পরবর্তী সময়ে সেই রিপোর্টটি ক্যাডে চলে আসে, এক জন pattern master রিপোর্টটা দেখে প্যাটার্ন কারেকশন করে, তারপর একজন মার্কার ম্যান , তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে সর্বনিম্ন কাপড় অপচয় করে, মার্কারটি তৈরি করে, কাটিংয়ে বুঝিয়ে দেই, আর এভাবে চলতে থাকে ক্যাড সেকশনের কাজ,
Sajuallthebestbd



No comments